Aamar Praaner Maanus Aachhe (আমার প্রাণের মানুষ আছে প্রাণে) - Rabindra Sangeet |
আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে ॥
আছে সে নয়নতারায় আলােকধারায়, তাই না হারায়-
ওগাে তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে ॥
আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
শােনা হল না, হল না-
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে ॥
কে তােরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না মেলে না,-
তােরা আয় রে ধেয়ে দেখ্ রে চেয়ে আমার বুকে-
ওরে দেখ রে আমার দুই নয়ানে ॥
Aamar Praaner Maanus Aachhe (আমার প্রাণের মানুষ আছে প্রাণে) - Rabindra Sangeet