![]() |
Aamay Bnaadhbe Jodi Kaajer (আমায় বাঁধবে যদি কাজের ডােরে) - Rabindra Sangeet |
আমায় বাঁধবে যদি কাজের ডােরে
কেন পাগল কর এমন ক'রে ?।
বাতাস আনে কেন জানি কোন্ গগনের গােপন বাণী,
পরানখানি দেয় যে ভরে ॥
সােনার আলাে কেমনে হে, রক্তে নাচে সকল দেহে।
কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খােলা বাতায়নে,
সকল হৃদয় লয় যে হ'রে ॥