![]() |
Aami Songsare Mon Diyechhinu 1 (আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ) - Rabindra Sangeet |
আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব'লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব'লে সুখ দিয়েছ॥
হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে
তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে ॥
সুখ সুখ করে দ্বারে দ্বারে মােরে কত দিকে কত খোঁজালে,
তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে-
করুণা তােমার কোন্ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে-
সহসা দেখিনু নয়ন মেলিয়ে,
এনেছ তােমারি দুয়ারে ॥