![]() |
Aamra Khnuji Khelar Saathi (আমরা খুঁজি খেলার সাথি) - Rabindra Sangeet |
ভাের না হতে জাগাই তাদের
ঘুমায় যারা সারা রাতি॥
আমরা ডাকি পাখির গলায়,
আমরা নাচি বকুলতলায়,
মন ভােলাবার মন্ত্র জানি,
হাওয়াতে ফাঁদ আমরা পাতি।
মরণকে তাে মানি নে রে,
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে
লুঠ-করা ধন নিই যে কেড়ে।
আমরা তােমার মনােচোরা,
ছাড়ব না গাে তােমায় মােরা-
চলেছ কোন্ আঁধার-পানে
সেথাও জ্বলে মােদের বাতি॥