Aamra Lokkhichhaarar Dal (আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল) - Rabindra Sangeet

Aamra Lokkhichhaarar Dal (আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল) - Rabindra Sangeet
Aamra Lokkhichhaarar Dal (আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল) - Rabindra Sangeet

আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
সদা করছি টলােমল।
মােদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল ॥
নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরণ-ধারণ,
নাহি মানি শাসন-বারণ গাে -
আমরা আপন রােখে মনের ঝোঁকে ছিড়েছি শিকল ॥
লক্ষ্মী, তােমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি,
লুঠুন তােমার চরণধূলি গাে -
আমরা স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তােমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে
অনেক রত্ন অনেক হাটে গাে -
আমরা নােঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল॥
আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,
দ্বীপ আছে কি ভবসাগরে।
যদি সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা জুটে সারা বেলা করব হতভাগার মেলা,
গাব গান খেলব খেলা গাে -
কণ্ঠে যদি গান না আসে করব কোলাহল॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts