Aaponare Diye Rochili Re Ki (আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ) - Rabindra Sangeet |
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনাে ধারে, আকাশ সেও যে বাঁধে কারাগারে,
বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার- আপনারে ফেল্ দূরে-
সহজে তখনি জীবন তােমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ তাের বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি-
ভিক্ষা না নিবি, তখনি জানিবি ভরা আছে তাের ধন ॥