Aaro Chaai Je Aaro Chaai (আরাে চাই যে, আরাে চাই গাে- আরো যে চাই) - Rabindra Sangeet |
আরাে চাই যে, আরাে চাই গাে- আরো যে চাই।
ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই॥
সকালবেলার আলােয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা
এরে আমার জীবন-মাঝে কুড়ানাে চাই-
সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥
প্রাণের বীণায় আরাে আঘাত, আরাে যে চাই।
গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।
দিনরজনীর বাঁশি পূরে যে গান বাজে অসীম সুরে
তারে আমার প্রাণের তারে বাজানো চাই।
আপন গান যে দূরে তাহার, নিয়ড় নাই॥