Aaro Kichhukhon Nahay (আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে) - Rabindra Sangeet

Aaro Kichhukhon Nahay (আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে) - Rabindra Sangeet
Aaro Kichhukhon Nahay (আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে) - Rabindra Sangeet

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে,
আরাে যদি কিছু কথা থাকে তাই বলাে।
শরত-আকাশ হেরো ম্লান হয়ে আসে,
বাষ্প-আভাসে দিগন্ত ছলােছলাে ॥
জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে,
তাই তাে প্রভাতে এসেছিলে মাের দ্বারে,
দিন না ফুরাতে দেখিতে পেলে কি তারে
হে পথিক, বলাে বলাে-
সে মাের অগম অন্তরপারাবারে
রক্তকমল তরঙ্গে টলােমলাে ॥
দ্বিধাভরে আজও প্রবেশ কর নি ঘরে,
বাহির আঙনে করিলে সুরের খেলা।
জানি না কী নিয়ে যাবে যে দেশান্তরে,
হে অতিথি, আজি শেষ বিদায়ের বেলা।
প্রথম প্রভাতে সব কাজ তব ফেলে
যে গভীর বাণী শুনিবারে কাছে এলে
কোনোখানে কিছু ইশারা কি তার পেলে,
হে পথিক, বলাে বলাে-
সে বাণী আপন গােপন প্রদীপ জ্বেলে
রক্ত আগুনে প্রাণে মোর জ্বলোজ্বলো॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts