Aasa Jaawar Pather Dhaare (আসা-যাওয়ার পথের ধারে) - Rabindra Sangeet |
গান গেয়ে মাের কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে
বুকের কাছে বাজল যে বীন॥
সুরগুলি তার নানা ভাগে
রেখে যাব পুষ্পরাগে,
মীড়গুলি তার মেঘের রেখায়
স্বর্ণলেখায় করব বিলীন॥
কিছু বা সে মিলনমালায়
যুগলগলায় রইবে গাঁথা,
কিছু বা সে ভিজিয়ে দেবে
দুই চাহনির চোখের পাতা।
কিছু বা কোন্ চৈত্রমাসে
বকুল-ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরাে আমার
কুড়িয়ে পাবে কোন উদাসীন ॥