Pothik Megher Dol (পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে) - Rabindra Sangeet |
পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শােন্ শােন্ রে, মন রে আমার,উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে৷৷
দিক্-হারানাে দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে ।।
বেদনা তাের বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন-
শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে ।।