Purno Prane Chabar (পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে) - Rabindra Sangeet |
পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে ।।
রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে-
পাতবি কি তাের দেবীর আসন শূন্য ধুলার পথের ধারে।।
বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা,
হায় রে তখন শুকনাে ফুলে ভরবি কি তাের বরণডালা।
অতিথিরে ডাকবি যবে ডাকিস যেন সরগৌরবে,
লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে।।