Sajani Sajani Radhika (সজনি সজনি রাধিকা লাে দেখ অবহুঁ চাহিয়া) - Rabindra Sangeet |
সজনি সজনি রাধিকা লাে দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে সীথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ মিলনগীতি গাও রে,
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে।
সজনি, অব উজার মঁদির কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল ঢালিয়া।।
মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা।
তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া-
মৃদুল গমন শ্যাম আওয়ে, মৃদুল গান গাহিয়া।