Sakal Belar Knuri (সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে) - Rabindra Sangeet |
সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে,
মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে।।
ঝরা ফুলের পাপড়িগুলি ধুলাে থেকে আনিস তুলি,
শুকনো পাতার গাঁথব মালা হৃদয়পত্রপুটে ।।
যখন সময় ছিল দিল ফাঁকি-
এখন আন্ কুড়ায়ে দিনের শেষে অসময়ের ছিন্ন বাকি।
কৃষ্ণরাতের চাঁদের কণা আঁধারকে দেয় যে সান্ত্বনা
তাই নিয়ে মাের মিটুক আশা- স্বপন গেছে ছুটে ।।