Sakol Garbo Dur Kori (সকল গর্ব দূর করি দিব) - Rabindra Sangeet

Sakol Garbo Dur Kori (সকল গর্ব দূর করি দিব) - Rabindra Sangeet
Sakol Garbo Dur Kori (সকল গর্ব দূর করি দিব) - Rabindra Sangeet

তােমার গর্ব ছাড়িব না।
সবারে ডাকিয়া কহিব যে দিন
পাব তব পদরেণুকণা ।।
তব আহ্বান আসিবে যখন
সে কথা কেমনে করিব গােপন!
সকল বাক্যে সকল কর্মে
প্রকাশিবে তব আরাধনা ।।
যত মান আমি পেয়েছি যে কাজে
সে দিন সকলই যাবে দূরে,
শুধু তব মান দেহে মনে মাের
বাজিয়া উঠিবে এক সুরে।
পথের পথিক সেও দেখে যাবে
তােমার বারতা মাের মুখভাবে
ভবসংসারবাতায়নতলে
ব'সে রব যবে আনমনা ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts