Shono Shono Amader Byatha (শােনাে শােনাে আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়) - Rabindra Sangeet

Shono Shono Amader Byatha (শােনাে শােনাে আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়) - Rabindra Sangeet
Shono Shono Amader Byatha (শােনাে শােনাে আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়) - Rabindra Sangeet

শােনাে শােনাে আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়-
আমাদের ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয় ।।
চিরদিন আঁধার না রয়-রবি উঠে, নিশি দূর হয়-
এ দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয়।
চিরদিন ঝরিবে নয়ন? চিরদিন ফাটিবে হৃদয় ?।
মরমে লুকানাে কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ-
কাঁদিবার নাই অবসর- কথা নাই, শুধু ফাটে বুক।
সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ, দশ দিশি বিভীষিকাময়-
হেন হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয়।
চিরদিন ঝরিবে নয়ন, চিরদিন ফাটিবে হৃদয়।।
কোনাে কালে তুলিব কি মাথা। জাগিবে কি অচেতন প্রাণ।
ভারতের প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান।
আশ্বাসবচন কোনাে ঠাঁই কোনােদিন শুনিতে না পাই-
শুনিতে তােমার বাণী তাই মােরা সবে রয়েছি চাহিয়া।
বলাে, প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts