Tabo Singhasaner Aasan (তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে) - Rabindra Sangeet |
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে-
মাের বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে ।।
একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
তােমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,
মাের বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে ।।
তােমার সভায় কত-না গান, কতই আছেন গুণী-
গুণহীনের গানখানি আজ বাজল তােমার প্রেমে !
লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে-
মাের বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে ।।