![]() |
Tai hok Tabe Tai Hok (তাই হােক তবে তাই হােক) - Rabindra Sangeet |
কেটে যাক রঙিন কুয়াশা,
দেখা দিক শুভ্র আলােক।
মায়া ছেড়ে দিক পথ,
প্রেমের আসুক জয়রথ,
রূপের অতীত রূপ
দেখে যেন প্রেমিকের চোখ-
দৃষ্টি হতে খসে যাক, খসে যাক
মােহনির্মোক॥