![]() |
Tare Deho Go Ani (তারে দেহাে গাে আনি) - Rabindra Sangeet |
ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী ।।
একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা-
শেষবার দেখে নেব সেই মধুমুখানি ।।
ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে,
ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে।
জনমে পূরে নি যাহা আজ কি পূরিবে তাহা।
জীবনের সব সাধ ফুরাবে এখনি?।