Tare Dekhte Pari Ne (তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গাে) - Rabindra Sangeet

Tare Dekhte Pari Ne (তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গাে) - Rabindra Sangeet
Tare Dekhte Pari Ne (তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গাে) - Rabindra Sangeet

তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গাে।
বুঝাতে পারি নে হৃদয়বেদনা ।।
কেমনে সে হেসে চলে যায়, কান্ প্রাণে ফিরেও না চায়-
এত সাধ এত প্রেম করে অপমান ।।
এত ব্যথাভরা ভালােবাসা কেহ দেখে না, প্রাণে গােপনে রহিল ।
এ প্রেম কুসুম যদি হ'ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম,
তার চরণে করিতাম দান।
বুঝি সে তুলে নিত না, শুকাতাে অনাদরে,তবু তার সংশয় হ'ত অবসান ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts