![]() |
Tomaar Pataakaa Jaare Daao (তােমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি) - Rabindra Sangeet |
তােমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
তােমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি॥
আমি তাই চাই ভরিয়া পরান দুঃখের সাথে দুঃখের ত্রাণ,
তােমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি।
দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি ॥
যত দিতে চাও কাজ দিয়াে যদি তােমারে না দাও ভুলিতে,
অন্তর যদি জড়াতে না দাও জালজঞ্জালগুলিতে।
বাঁধিয়াে আমায় যত খুশি ডােরে মুক্ত রাখিয়াে তােমা-পানে মােরে,
ধুলায় রাখিয়াে পবিত্র ক'রে তােমার চরণধূলিতে-
ভুলায়ে রাখিয়াে সংসারতলে, তােমারে দিয়াে না ভুলিতে ॥
যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব- যাই যেন তব চরণে,
সব শ্রম যেন বহি লয় মােরে সকলশ্রান্তিহরণে।
দুর্গম পথ এ ভবগহন,কত ত্যাগ শােক বিরহদহন-
জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে-
সন্ধ্যাবেলায় লভি গাে কুলায় নিখিলশরণ চরণে ॥