![]() |
Tomar Aason Paatbo (তােমার আসন পাতব কোথায় হে অতিথি) - Rabindra Sangeet |
তােমার আসন পাতব কোথায় হে অতিথি ।
ছেয়ে গেছে শুকনাে পাতায় কাননবীথি ॥
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুঠ ক'রে তায় গেল চলি-
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি ॥
সুর-ভােলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তােমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে-
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি ॥