Tomar Boishakhe Chhilo (তােমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা) - Rabindra Sangeet

Tomar Boishakhe Chhilo (তােমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা) - Rabindra Sangeet
Tomar Boishakhe Chhilo (তােমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা) - Rabindra Sangeet

তােমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা,
কখন বাদল আনে আষাঢ়ের পালা, হায় হায় হায়।
কঠিন পাষাণে কেমনে গােপনে ছিল,
সহসা ঝরনা নামিল অশ্রুঢালা, হায় হায় হায়।
মৃগয়া করিতে বাহির হল যে বনে
মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা, হায় হায় হায়।
যে ছিল আপন শক্তির অভিমানে
কার পায়ে আনে হার মানিবার ডালা, হায় হায় হায় ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts