![]() |
Tomar Duyar Kholar Dhwani (তােমার দুয়ার খােলার ধ্বনি ওই গাে বাজে হৃদয়মাঝে) - Rabindra Sangeet |
তােমার দুয়ার খােলার ধ্বনি ওই গাে বাজে হৃদয়মাঝে॥
তােমার ঘরে নিশি-ভােরে আগল যদি গেল সরে
আমার ঘরে রইব তবে কিসের লাজে?।
অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা।
অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা॥
আজ যেন সব পথের শেষে তােমার দ্বারে দাঁড়াই এসে-
ভুলিয়ে যেন নেয় না মােরে আপন কাজে॥