![]() |
Tomar Dwaare Keno Aasi (তােমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই) - Rabindra Sangeet |
তােমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই-
দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই।।
সে-সব চাওয়া সুখে দুখে ভেসে বেড়ায় কেবল মুখে,
গভীর বুকে
যে চাওয়াটি গােপন তাহার কথা যে নাই।।
বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে-
ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।
একটি চাওয়া ভিতর হতে ফুটবে তােমার ভাের-আলােতে
প্রাণের স্রোতে-
অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ।।