![]() |
Tomar Katha Hetha Keho (তােমার কথা হেথা কেহ তাে বলে না, করে শুধু মিছে কোলাহল) - Rabindra Sangeet |
তােমার কথা হেথা কেহ তাে বলে না, করে শুধু মিছে কোলাহল ।
সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল।।
আপনি কেটেছে আপনার মূল- না জানে সাঁতার, নাহি পায় কূল,
স্রোতে যায় ভেসে, ডােবে বুঝি শেষে, করে দিবানিশি টলােমল ।।
আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া।
একেলা আমারে ফেলে যাবে শেষে অকূল পাথারে আনিয়া।
সুহৃদের তরে চাই চারি ধারে, আঁখি করিতেছে ছলােছল,
আপনার ভারে মরি যে আপনি কাঁপিছে হৃদয় হীনবল।।