![]() |
Tor Shikol Aamay Bikol (তাের শিকল আমায় বিকল করবে না) - Rabindra Sangeet |
তাের শিকল আমায় বিকল করবে না।
তাের মারে মরম মরবে না॥
তাঁর আপন হাতের ছাড়চিঠি সেই যে
আমার মনের ভিতর রয়েছে এই যে,
তােদের ধরা আমায় ধরবে না॥
যে পথ দিয়ে আমার চলাচল
তাের প্রহরী তার খোঁজ পাবে কি বল্।
আমি তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,
মােরে তাের দুয়ারে ঠেকাবে কি র?
তাের ডরে পরান ডরবে না॥