![]() |
Torite Pa Di Ni Aami (তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গাে) - Rabindra Sangeet |
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গাে।
ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তা চাই নি গাে॥
তােরা যাবি রাজার পুরে অনেক দূরে,
তােদের রথের চাকার সুরে
আমার সাড়া পাই নি গাে॥
আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
হয়তাে কখন্ নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ও পার হতে উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি- তরী আমার বাই নি গাে ॥