![]() |
Tui Phele Esechhis Kaare (তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার) - Rabindra Sangeet |
তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার।
তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার ।।
যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি-
কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার ।।
নদীর জলে থাকি রে কান পেতে,
কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।
মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে মন, মন রে আমার ।।