Tumi Ki Keboli Chhobi (তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা) - Rabindra Sangeet

Tumi Ki Keboli Chhobi  (তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা) - Rabindra Sangeet
Tumi Ki Keboli Chhobi (তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা) - Rabindra Sangeet

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলাে হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতাে সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি ।।
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই- আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তােমাতে পেয়েছে তার অন্তরের মিল
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মাের গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts