![]() |
Tumi Ki Go Pita Aamader (তুমি কি গো পিতা আমাদের) - Rabindra Sangeet |
ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের ॥
ওই-যে নয়নে তব অরুণকিরণ নব,
বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের ॥
ওই কি স্নেহের রবে ডাকিছ মােদের সবে।
তােমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া।
হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায়ে তুলি
দিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া ॥