![]() |
Tumi Poritechho Hese (তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতাে এসে) - Rabindra Sangeet |
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতাে এসে
হৃদয়ে আমার।
যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায় আজি
এসেছে জোয়ার।
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মাের নির্জন তীরে কী খেলা তােমার !
মাের সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এস কাছে যাও দূরে শতলক্ষবার ॥
কুসুমের মতাে শ্বসি পড়িতেছ খসি খসি
মাের বক্ষ-'পরে
গােপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত ক'রে।
নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে।
পরশপুলকে ভাের চোখে আসে ঘুমঘাের,
তােমার চুম্বন মাের সর্বাঙ্গে সঞ্চরে ॥