Bhara Badara Mah Bhadara (ভরা বাদর, মাহ ভাদর) - Rabindra Sangeet |
শূন্যমন্দির মাের।
ঝঞ্জা ঘন গরজন্তি সন্ততি,
ভুবন ভরি বরিখন্তিয়া।
কান্ত পাহুন, বিরহ দারুণ,
সঘনে খরশর হান্তিয়া।
কুলিশ-শত-শত-পাত-মােদিত
ময়ূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী, ডাকে ডাহুকী,
ফাটি যাওত ছাতিয়া!
তিমির দিগ ভরি, ঘাের যামিনী,
অথির বিজুরিক পাঁতিয়া।
বিদ্যাপতি কহে, কৈছে গােঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ৷।