Bhengechho Duwar Esechho (ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তােমারি হউক জয়) - Rabindra Sangeet |
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তােমারি হউক জয়।
তিমিরবিদার উদার অভ্যুদয়, তােমারি হউক জয় ৷।
হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে
নবীন আশার খড়গ তােমার হাতে-
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হাক ক্ষয় ।।
এসাে দুঃসহ, এসাে এসাে নির্দয়, তােমারি হউক জয়।
এসাে নির্মল, এসাে এসাে নির্ভয়, তােমারি হউক জয়।
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তােমারি তূর্য বাজে-
অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে, মৃত্যুর হােক লয় ।।