Bhikkhe De Go (ভিক্ষে দে গাে, ভিক্ষে দে) - Rabindra Sangeet |
দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কউ চাইলি নে।
লক্ষ্মী তােদের সদয় হােন, ধনের উপর বাড়ুক ধন-
আমি একটি মুঠো অন্ন চাই গাে, তাও কেন পাই নে।
ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে।
পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে।
ওরে তােদের অনেক আছে, আরো অনেক হবে -
একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।