Ei Molin Bastro (এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গাে এইবার) - Rabindra Sangeet |
এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গাে এইবার-
আমার এই মলিন অহংকার।।
দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।
আমার এই মলিন অহংকার ।।
এখন তাে কাজ সাঙ্গ হল দিনের অবসানে-
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
ওরে আয়, সময় নেই যে আর ।।
Ei Molin Bastro (এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গাে এইবার) - Rabindra Sangeet
Ei Molin Bastro (এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গাে এইবার) - Rabindra Sangeet