![]() |
Bishwajora Phnaad Petechho (বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি) - Rabindra Sangeet |
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি!
আধেক ধরা পড়েছি গাে, আধেক আছে বাকি ।।
কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে,
বারেক তারে ঢাকি।
আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি ।।
বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ-
অন্তরে মাের তােমার লাগি একটি কান্না-ধন।
হৃদয় বলে তােমার দিকে রইবে চেয়ে অনিমিখে,
চায় না কেন আঁখি?
আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি।।