![]() |
Bishwo Jakhon Nidra (বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার) - Rabindra Sangeet |
বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার,
কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার।।
নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে -
মেলে আঁখি চেয়ে থাকি, পাই নে দেখা তার ।।
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পূরে,
জানি নে কোন্ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে।
কোন্ বেদনায় বুঝি না রে
হৃদয় ভরা অশ্রুভারে,
পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার ।।