![]() |
Bishwobidyateerthopraangano (বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহােজ্জ্বল আজ হে) - Rabindra Sangeet |
বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহােজ্জ্বল আজ হে
বরপুত্রসংঘ বিরাজ' হে।
শুভ শঙ্খ বাজহ বাজ' হে।
ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা
পূর্ণ কর', লহ' জ্যোতিদীক্ষা।
যাত্রিদল সব সাজ' হে।
দিব্যবীণা বাজ' হে।
বল' জয় নরােত্তম, পুরুষোসত্তম,
জয় তপস্বীরাজ হে।
জয় হে, জয় হে, জয় হে, জয় হে।
এস' কর্মী, এস' জ্ঞানী,
এস' জনকল্যাণধ্যানী,
এস হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধসমাজ হে।
বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয়ে রাজ' হে।
শুভ শঙ্খ বাজহ বাজ' হে।
বল' জয় নরােত্তম, পুরুষোসত্তম,
জয় তপস্বীরাজ হে।
জয় হে, জয় হে, জয় হে, জয় হে ।।