Bishwobidyateerthopraangano (বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহােজ্জ্বল আজ হে) - Rabindra Sangeet

Bishwobidyateerthopraangano (বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহােজ্জ্বল আজ হে) - Rabindra Sangeet
Bishwobidyateerthopraangano (বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহােজ্জ্বল আজ হে) - Rabindra Sangeet

বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহােজ্জ্বল আজ হে
বরপুত্রসংঘ বিরাজ' হে।
শুভ   শঙ্খ বাজহ বাজ' হে।
 ঘন  তিমিররাত্রির চিরপ্রতীক্ষা
পূর্ণ কর', লহ' জ্যোতিদীক্ষা।
যাত্রিদল সব সাজ' হে।
দিব্যবীণা বাজ' হে।
বল' জয় নরােত্তম, পুরুষোসত্তম,
জয় তপস্বীরাজ হে।
জয় হে, জয় হে, জয় হে, জয় হে।
এস' কর্মী, এস' জ্ঞানী,
এস' জনকল্যাণধ্যানী,
এস হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধসমাজ হে।
বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয়ে রাজ' হে।
শুভ শঙ্খ বাজহ বাজ' হে।
বল' জয় নরােত্তম, পুরুষোসত্তম,
জয় তপস্বীরাজ হে।
জয় হে, জয় হে, জয় হে, জয় হে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts