Bnodhu Kon Aalo (বঁধু, কোন্ আলাে লাগল চোখে) - Rabindra Sangeet

Bnodhu Kon Aalo (বঁধু, কোন্ আলাে লাগল চোখে) - Rabindra Sangeet
Bnodhu Kon Aalo (বঁধু, কোন্ আলাে লাগল চোখে) - Rabindra Sangeet

বঁধু, কোন্ আলাে লাগল চোখে !
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলােকে!
ছিল মন তােমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
জন্ম-জনম গেল বিরহশােকে।
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
সঙ্গীতশূন্য বিষন্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পােহাব কি নির্জনে শয়ন পাতি!
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনাে বহে,
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরাে লজ্জিত স্মিতমুখ শুভ আলাকে।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts