![]() |
Boro Aasha Kore (বড়াে আশা ক'রে এসেছি গাে, কাছে ডেকে লও) - Rabindra Sangeet |
বড়াে আশা ক'রে এসেছি গাে, কাছে ডেকে লও,
ফিরায়াে না জননী।।
দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিব।
আর আমি-যে কিছু চাহি নে, জননী ব'লে শুধু ডাকিব।
তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব-
ওই-যে হেরি তমসঘনঘােরা গহন রজনী।।
Boro Aasha Kore (বড়াে আশা ক'রে এসেছি গাে, কাছে ডেকে লও) - Rabindra Sangeet
Boro Aasha Kore (বড়াে আশা ক'রে এসেছি গাে, কাছে ডেকে লও) - Rabindra Sangeet