Dhara Se Je Dey Na (ধরা সে যে দেয় নাই দেয় নাই) - Rabindra Sangeet |
ধরা সে যে দেয় নাই, দেয় নাই,
যারে আমি আপনারে সঁপিতে চাই -
কোথা সে যে আছে সংগোপনে,
প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে
এসাে মম সার্থক স্বপ্ন,
করাে মাের যৌবন সুন্দর,
দক্ষিণবায়ু আনাে পুষ্পবনে।
ঘুচাও বিষাদের কুহেলিকা,
নবপ্রাণমন্ত্রের আনাে বাণী।
পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা
আঁধারে আঁধারে খোঁজে ভাষা-
শূন্যে পথহারা পবনের ছন্দে,