Dhire Bondhu Go (ধীরে বন্ধু গাে ধীরে ধীরে) - Rabindra Sangeet |
ধীরে বন্ধু, গাে, ধীরে ধীরে
চলাে তােমার বিজন মন্দিরে।
জানি নে পথ, নাই যে আলাে,
ভিতর বাহির কালােয় কালাে,
তােমার চরণশব্দ বরণ করেছি
আজ এই অরণ্যগভীরে।
ধীরে বন্ধু ধীরে ধীরে।
চলাে অন্ধকারের তীরে তীরে।
চলব আমি নিশীথরাতে
তােমার হাওয়ার ইশারাতে,
তােমার বসনগন্ধ বরণ করেছি