Dur Rajonir Swapon (দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে) - Rabindra Sangeet

Dur Rajonir Swapon (দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে) - Rabindra Sangeet
Dur Rajonir Swapon (দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে) - Rabindra Sangeet

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আাজ ফাগুনের বাঁশিতে।
হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রে
আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে।
যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালাে
সেই তােমারি তরুণ ভালে ফুলের মালা পরালোে।
শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে,
তােমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালাে।
আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি।
আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি।
হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি -
নবীন চোখের চপল আলােয় সে কাল ফিরে পেয়েছি।।

Dur Rajonir Swapon (দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts