Duware Bose Aachhi (দুয়ারে বসে আছি প্রভু সারা বেলা- নয়নে বহে অশ্রুবারি) - Rabindra Sangeet |
দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা- নয়নে বহে অশ্রুবারি।
সংসারে কী আছে হে, হৃদয় না পূরে-
প্রাণের বাসনা প্রাণে লয়ে ফিরেছি হেথা দ্বারে দ্বারে।
সকল ফেলি আমি এসেছি এখানে, বিমুখ হােয়াে না দীনহীনে-
যা করাে হে রব প'ড়ে ।।
Duware Bose Aachhi (দুয়ারে বসে আছি প্রভু সারা বেলা- নয়নে বহে অশ্রুবারি) - Rabindra Sangeet
Duware Bose Aachhi (দুয়ারে বসে আছি প্রভু সারা বেলা- নয়নে বহে অশ্রুবারি) - Rabindra Sangeet