![]() |
E Ki Sotyo Sakali (এ কি সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত) - Rabindra Sangeet |
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত ॥
মাের নয়নের বিজুলি-উজল আলাে
যেন ঈশান কোণের ঝটিকার মতো কালাে এ কি সত্য।
মোর মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত
হে আমার চিরভক্ত, এ কি সত্য॥
অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে,
মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে এ কি সত্য।
মােরে না হেরিয়া নিশির শিশির ঝরে,
প্রভাত-আলােকে পুলক আমারি তরে এ কি সত্য।
মাের তপ্তকপােল-পরশে-অধীর সমীর মদিরমত্ত
হে আমার চিরভক্ত, এ কি সত্য॥
E Ki Sotyo Sakali (এ কি সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত) - Rabindra Sangeet
E Ki Sotyo Sakali (এ কি সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত) - Rabindra Sangeet