E Ki Swapno E Ki Maya (এ কি স্বপ্ন এ কি মায়া) - Rabindra Sangeet

E Ki Swapno E Ki Maya (এ কি স্বপ্ন এ কি মায়া) - Rabindra Sangeet
E Ki Swapno E Ki Maya (এ কি স্বপ্ন এ কি মায়া) - Rabindra Sangeet

এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া !
আহা কে গাে তুমি মলিন-বয়নে,
আধােনিমীলিত নলিন-নয়নে,
যেন আপনারি হৃদয়-শয়নে
আপনি রয়েছ লীন।
তােমা তরে সবে রয়েছে চাহিয়া,
তােমা লাগি পিক উঠিছে গাহিয়া,
ভিখারি সমীর কানন বাহিয়া
ফিরিতেছে সারা দিন।
এ কি স্বপ্ন! এ কি মায়া!
এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!
যেন শরতের মেঘখানি ভেসে,
চাঁদের সভাতে দাঁড়ায়েছ এসে,
এখনি মিলাবে স্লান হাসি হেসে,
কাঁদিয়া পড়িবে ঝরি।
জাগিছে পূর্ণিমা পূর্ণ নীলাম্বরে,
কাননে চামেলি ফুটে থরে থরে,
হাসিটি কখন ফুটিবে অধরে
রয়েছি তিয়াষ ধরি।
এ কি স্বপ্ন ! এ কি মায়া!
এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!

E Ki Swapno E Ki Maya (এ কি স্বপ্ন এ কি মায়া) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts