![]() |
Ek Phaguner Gaan (এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কুলে কুলে) - Rabindra Sangeet |
এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কুলে কুলে
কার খোঁজে আজ পথ হারালাে নতুন কালের ফুলে ফুলে ৷।
শুধায় তারে বকুল-হেনা, 'কেউ আছে কি তােমার চেনা।'
সে বলে, 'হায় আছে কি নাই
না বুঝে তাই বেড়াই ভুলে
নতুন কালের ফুলে ফুলে।
এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায়, 'মাের ভাষা আর কেই বা জানে।'
আকাশ বলে, 'কে জানে সে কোন্ ভাষা যে বেড়ায় ভেসে।'
'হয়তাে জানি' 'হয়তাে জানি'
বাতাস বলে দুলে দুলে
নতুন কালের ফুলে ফুলে ।।
Ek Phaguner Gaan (এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কুলে কুলে) - Rabindra Sangeet
Ek Phaguner Gaan (এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কুলে কুলে) - Rabindra Sangeet