![]() |
Ekoda Tumi Priye (একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে) - Rabindra Sangeet |
একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে
বসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে ॥
সেথা যে বহে নদী নিরবধি সে ভালে নি,
তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকা তব বেণী,
তােমারি পদরেখা আছে লেখা তারি কূলে।
আজি কি সবই ফাঁকি সে কথা কি গেছ ভুলে ॥
গেঁথেছ যে রাগিণী একাকিনী দিনে দিনে
আজিও যায় ব্যেপে কেঁপে কেঁপে তৃণে তৃণে।
গাঁথিতে যে আঁচলে ছায়াতলে ফুলমালা
তাহারি পরশন হরষন- সুধা-ঢালা
ফাগুন আজো যে রে খুঁজে ফেরে চাঁপাফুলে।
আজি কি সবই ফাঁকি সে কথা কি গেছ ভুলে ॥
Ekoda Tumi Priye (একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে) - Rabindra Sangeet
Ekoda Tumi Priye (একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে) - Rabindra Sangeet