Ekbar Balo Sokhi (একবার বলাে সখী ভালােবাস মােরে) - Rabindra Sangeet |
রেখাে না ফেলিয়া আর সন্দেহের ঘোরে।
সখী, ছেলেবেলা হতে সংসারের পথে পথে
মিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়।
পারি নে, পারি নে আর - এসেছি তােমার দ্বার -
একবার বলাে, সখী, দিবে কি আাশ্রয়।
সহেছি ছলনা এত, ভয় হয় তাই
সত্যকার সুখ বুঝি এ কপালে নাই।
বহুদিন ঘুমঘােরে ডুবায়ে রাখিয়া মােরে
অবশেষে জাগায়াে না নিদারুণ ঘায়।
ভালােবেসে থাকো যদি লও লও এই হৃদি -
ভগ্ন চূর্ণ দগ্ধ এই হৃদয় আমার