![]() |
Eki Gobhir Baani (একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ'রে) - Rabindra Sangeet |
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ'রে
সকল আকাশ আকুল ক'রে।।
সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে,
হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে ৷।
সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে,
প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে।
তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি,
সেই অগােচরের তরে আমার হৃদয় নিল হ'রে ।।
Eki Gobhir Baani (একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ'রে) - Rabindra Sangeet
Eki Gobhir Baani (একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ'রে) - Rabindra Sangeet